No results found

    বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে-তৌসিফ

    বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে


     তৌসিফ


    বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে
    সখি গো নিলানা খবর যতনে
    আশায় আশায় বসে থাকি তোমার পথে
    সখি গো নিলানা খবর মনেতে


    তোমারও চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
    আমাকে মনে করে সারাটি বেলা
    যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
    ভুলে কি গেছ সব হৃদয়ের কথা


    তোমারও চোখে কি দিন কাটে বছর হয়ে
    হিম ঝড় বয়ে যায় সারাটি বেলা
    যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
    আসনি ফিরে আছি একা।

    Previous Next

    نموذج الاتصال