No results found

    এই চোখ ধাঁধানো রঙিন শহরে- লিরিক্স

     
     
    গানঃ এই চোখ ধাঁধানো রঙিন শহরে
    Song: Ei Chokh Dhadhano Rongin
    শিল্পীঃ মনির খান
    ছায়াছবিঃ চাকরের প্রেম

    এই চোখ ধাঁধানো রঙিন শহরে,
    বেইমানি মানুষের অন্তরে।
    চোখ ধাঁধানো রঙিন শহরে,
    বেইমানি মানুষের অন্তরে।
    এইখানে সবাই দেখে নিজের ভাল,
    বাইরে সাদা সবার ভেতর কালো।
    পাষাণ সবাই মনটা গড়া কঠিন পাথরে।
    এই চোখ ধাঁধানো রঙিন শহরে,
    বেইমানি মানুষের অন্তরে।

    এই চোখ ধাঁধানো রঙিন শহরে,
    বেইমানি মানুষের অন্তরে।
    চোখ ধাঁধানো রঙিন শহরে,
    বেইমানি মানুষের অন্তরে।
    এইখানে সবাই দেখে নিজের ভাল,
    বাইরে সাদা সবার ভেতর কালো।
    পাষাণ সবাই মনটা গড়া কঠিন পাথরে।
    এই চোখ ধাঁধানো রঙিন শহরে,
    বেইমানি মানুষের অন্তরে।

    ইটের পরে ইট সাজিয়ে অট্টালিকার সারি,
    তার মাঝে কেউ শুনবে না তোর মনের আহাজারি।
    ইটের পরে ইট সাজিয়ে অট্টালিকার সারি,
    তার মাঝে কেউ শুনবে না তোর মনের আহাজারি।
    বাঁচতে হলে লড়তে হবে,
    নইলে ধুকে ধুকে মরতে হবে।
    পাশে থেকেও দেখবে না কেউ দুচোখ অন্ধ রে।
    এই চোখ ধাঁধানো রঙিন শহরে,
    বেইমানি মানুষের অন্তরে।

    আসল কে যে, নকল কে যে, যায় না কিছুই বোঝা,
    মিথ্যে হবে এই শহরে ভালবাসাই খোজা।
    আসল কে যে, নকল কে যে, যায় না কিছুই বোঝা,
    মিথ্যে হবে এই শহরে ভালবাসাই খোজা।
    প্রেমিকারা হৃদয়হীনা, ছলনারই বাজায় বীণা,
    হাজার গোলাপ কাগজেরই নেই তো গন্ধ রে।
    এই চোখ ধাঁধানো রঙিন শহরে,
    বেইমানি মানুষের অন্তরে।
    চোখ ধাঁধানো রঙিন শহরে,
    বেইমানি মানুষের অন্তরে।
    এইখানে সবাই দেখে নিজের ভাল,
    বাইরে সাদা সবার ভেতর কালো।
    পাষাণ সবাই মনটা গড়া কঠিন পাথরে।
    এই চোখ ধাঁধানো রঙিন শহরে,
    বেইমানি মানুষের অন্তরে।
    Previous Next

    نموذج الاتصال