No results found

    Kotha Dao (কথা দাও) by তাওসিফ



    শিরোনাম: Kotha Dao (কথা দাও)
    শিল্পী: তাওসিফ
    অ্যালবাম: অন্বেষণ (ANNESHON)

    ANNESHON


















    নীলাকাশ ছুতে পারি যদি তুমি চাও
    ওই মেঘ হতে পারি, যদি তুমি চাও
    শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
    এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

    ভালোবেসে যেতে পারি যদি তুমি চাও
    এ জীবন দিতে পারি জমিয়ে যাও
    শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
    এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

    আজ মন ছুটেছে সুখের বাড়ি , দুঃখের সাথে দিয়ে আড়ি,
    চৌ সীমানা দেব পাড়ি , বাধা যে মানবনা
    এস ভালবাসার ছায়াতলে মন ভেজাবো সুখের জলে
    ভয় যে আর করিনা।

    দেখ রাত ছুটেছে চাদের বাড়ি , মনের মাঝে স্বপ্ন তারি
    সব আলোতে দেব ভোরে আধার যে ডাকবেনা
    সেই সপ্নের কথা সত্যি হলে
    মন সাজাব ফুলে ফুলে
    ঘুম যে আর হবেনা।
    Previous Next

    نموذج الاتصال