No results found

    Chupi Chupi (চুপি চুপি) by Kazi shuvo & Porshi Lyrics

    শিরোনাম: Chupi Chupi (চুপি চুপি)
    অ্যালবাম: সাধা মাটা ২
    শিল্পী: কাজী শুভ ও পড়শী (Kazi shuvo & Porshi)













    চুপি চুপি কেন আসনি,
    স্বপনে ধরা দিয়ে যাও।
    বেসেছো ভালো গোপনে গোপনে,
    বলোনা আমি যে তোমার।

    কি করে বলি বলো ভালোবাসি,
    বড় ভালোবাসি তবু লাজে মরি।
    আমারই জীবন শুধুই তোমার,
    তুমি হীনা সবই যে আধার।

    ছিলেনা যখন তুমি এই জীবনে,
    দেখেনি স্বপণ কভু দু-নয়নে।।

    হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
    বড় ভালোবাসি তুবও লাজে মরি।
    আমারই জীবন শুধুই তোমার,
    তুমি হীনা সবই যে আধার।

    এতো কাছে রয়েছো তবু আরো কাছে চাই,
    এ চাওয়া পাওয়ার যেন কোন শেষ নাই।।

    হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
    বড় ভালোবাসি তুবও লাজে মরি।
    আমারই জীবন শুধুই তোমার,
    তুমি হীনা সবই যে আধার।
    Previous Next

    نموذج الاتصال