No results found

    Mone Pore Ruby Roy(মনে পড়ে রুবি রায়) Lyrics by R.D Burmon | A.I Razu

    https://lyricsbanglasongbd.blogspot.com
    মনে পড়ে রুবি রায়
    Lyric : Sachin Bhowmick
    Tune & Music : R.D. Burman

    মনে পড়ে রুবি রায়
    মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
    একদিন কত করে ডেকেছি
    আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
    তোমাকে কোথায় যেন দেখেছি
    মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
    একদিন কত করে ডেকেছি
    আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
    তোমাকে কোথায় যেন দেখেছি
    মনে পড়ে রুবি রায়

    রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
    বাস থেকে তুমি যবে নাবতে
    একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
    সে কথা কি কোনোদিন ভাবতে
    রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
    বাস থেকে তুমি যবে নাবতে
    একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
    সে কথা কি কোনোদিন ভাবতে

    মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
    একদিন কত করে ডেকেছি
    আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
    তোমাকে কোথায় যেন দেখেছি
    মনে পড়ে রুবি রায়

    দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
    কান্নার খাঁচা শুধু রেখেছি
    ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসোনি
    স্বপ্নের জাল বৃথা বুনেছি 
    দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
    কান্নার খাঁচা শুধু রেখেছি
    ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসোনি
    স্বপ্নের জাল বৃথা বুনেছি 

    মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
    একদিন কত করে ডেকেছি
    আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
    তোমাকে কোথায় যেন দেখেছি
    মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
    একদিন কত করে ডেকেছি
    আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
    তোমাকে কোথায় যেন দেখেছি
    মনে পড়ে রুবি রায়
    মনে পড়ে রুবি রায়
    Previous Next

    نموذج الاتصال