রাজকুমার গানের লিরিক্স-Rajkumar (From Rajkumar) ft. Konal & Shakib Khan Lyrics
নিজস্ব প্রতিনিধি
জনম জনমের ভালোবাসা তোমার আর আমার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
সব পেরিয়ে তোমার কাছে আসবো বারে বার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে
ডানা মেলে এমন তোমার ছোঁয়াতে
মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
তুমি ছাড়া আমি ভাবি না কখনো
তুমি হিনা হলে ভেঙ্গে যায় স্বপ্ন
পথ দেখিয়ে সুখে-দুখে কর পারাপার
তোমার রূপকথা তে আমি হব রাজকুমার
জনম জনমের ভালোবাসা তোমার আর
আমার রূপকথা তে আমি হব রাজকুমার।
ট্যাগস# রাজকুমার গানের লিরিক্স, রাজকুমার, শাকিব খান, রাজকুমার গানের লিরিকস, রাজকুমার গানের কথা, বালাম রাজকুমার গানের লিরিক্স, কোনাল রাজকুমার গানের লিরিক্স।