গান : এক মুঠো রোদ্দুর
শিল্পী : বালাম
`````````````````````````````````
এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল
আজ তোমার জন্য ব্যস্ত শহরে,চলছে ভালবাসার মিছিল
শুধু তোমার জন্য, প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।
রাতের আকাশ জাগে,তারার চাদরে
বৃষ্টি ভেজা বাতাস বহে রাতের আদরে
পাহাড়ে পাহাড়ে ফুটল বনফুল
শুধু তোমার জন্য,প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।
এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল ।
পিচ ঢালা পথে রাঙাল,কৃষ্ণচূড়া ফুল
তুমি আসবে বলে,সাজল পথ
আকূল আমার এ প্রাণ,হল ব্যাকুল
শুধু তোমার জন্য,প্রেমের জোয়ারে ভাসল দু’কূল ।।
এক মুঠো রোদ্দুর হাতে,এক আকাশ নীল ।