No results found

    Bhalobashar Utshob By Balam & Julee / ভালোবাসার উৎসব

    গানঃ ভালোবাসার উৎসব
    শিল্পিঃ বালাম এবং জুলি
    ````````````````````````````````````````````
    রাতের চোখে দেখো চেয়ে
    জোছনার অভিপ্রায়ে
    নিশাতুর মন আমার
    খুঁজছে তোমায়

    শুন্যতা বুকে নিয়ে
    মৌনতা ভেঙ্গে দিয়ে
    একাকীনি মন আমার
    ডাকছে তোমায়

    এসো তবে অনুভবে, ভালোবাসার উৎসবে
    রুপালি মন মাতাল, হবে বিমুগ্ধতায়

    ভাবছো কি রাত জেগে জেগে
    অচেনা কোনো আবেগে
    কাঁপছে কি থর থর খুব অজানায়
    আঁকছো কি ফুল রং তুলিতে
    মন উদাসী ক্ষণ গুলিতে
    কখনো কি বুক জুড়ে ঝড় বয়ে যায়

    এসো তবে অনুভবে, ভালোবাসার উৎসবে
    রুপালি মন মাতাল, হবে বিমুগ্ধতায়

    শুনছো কি শুন নিরবতায়
    অজানার ডাকে হারাবার
    বসছো কি নীল চেয়ারটাতে ঝুল বারান্দায়

    দেখছো কি বিমূর্ত ছায়া অন্ধকারে অন্য মায়া
    ভাবনা কি দূর দেশে হারিয়ে যায়

    এসো তবে অনুভবে, ভালোবাসার উৎসবে
    রুপালি মন মাতাল, হবে বিমুগ্ধতায় 

    Previous Next

    نموذج الاتصال