No results found

    Dure tumi dariye By Tahsan / দুরে তুমি দাড়িয়ে


    Song: Dure Tumi dariye
    Singer: Tahsan
    Album: iccha



    দুরে তুমি দাড়িয়ে
    সাগরের জলে পা ভিজিয়ে
    কাছে যেতে পারিনা বলতে আজ
    পারিনা
    তুমি আমার এখনো
    সামনে তুমি দাডিয়ে
    কারো হাত জড়িয়ে
    হাতটা ধরতে পারিনা
    কাছে টানতে পারিনা
    তোমার হাতে আজ অন্য কেউ
    সাগরের পারে হাত
    ধরে দেখছো সূর্য
    ডোবা আমি নেই
    এখোনো বৃষ্টি পড়ে তোমার
    মাঝে সেই বৃষ্টির
    ফোটা আমি নই।
    জানালার
    পাশে দাড়িয়ে তাকিয়ে আকাশে সেখ
    এখোনো বৃষ্টি পড়ে বৃষ্টি থেমে য
    পাশে তুমি নেই
    সেই তুমি আজ আমার
    কাছে আমার স্মৃতি ফিরিয়ে দিতে
    আমি আজ
    কাঁদবো না হয়তো দু'এক ফোটা
    তবুও বলবো না ভালো বাসি
    কোন এক ছোট
    মিথ্যা মুছে দিয়েছে স-সব আমার
    আমার দেওয়া ঘড়ি, সময়
    গুলো পৌছেনি..
    তুমি রক্তাক্ত, আমি অপরাধি
    আমার চোখের দিকে তাকিয়ে দেখ
    কাদঁছি আমি অসহায়
    তোমায় হারিয়ে জীবনটা আমার
    কষ্টের
    গানে ডুবে হায়!!
    জানি ফিরিয়ে নেবার তো কারন
    নেই তো আমার
    এই জীবনে... এ.....
    তবুও এখনও তুমি সত্য এখনও
    আমার জীবনে এ.....
    আমার চোখের দিকে তাকিয়ে দেখ
    কাদঁছি আমি অসহায়!!
    তোমায় হারিয়ে জীবনটা আমার
    কষ্টের
    গানে ডুবে হায়!!
    জানি ফিরিয়ে নেবার তো কারন
    নেই তো আমার
    এই জীবনে... এ.....
    তবুও এখনও তুমি সত্য এখনও
    আমার জীবনে এ.....

    Post a Comment

    Previous Next

    نموذج الاتصال