No results found

    Amar ganer mama - আমার-গানের-মালা

    গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
    বিভাগঃ নজরুল গীতি


    আমার গানের মালা
    আমি করব কারে দান।
    মালার ফুলে জড়িয়ে আছে
    করুণ অভিমান।
    মালা করব কারে দান।।

    চোখে মলিন কাজল রেখা
    কন্ঠে কাঁদে কুহু কেকা।
    কপোলে যার অশ্রু রেখা
    একা যাহার প্রাণ।।

    শাঁখায় ছিল কাঁটার বেদন
    মালায় শুচির জ্বালা।
    কন্ঠে দিতে সাহস না পাই
    অভিশাপের মালা।।

    বিরহে যার প্রেমারতি
    আঁধার লোকের অরুণধুতি।।
    নাম না জানা সেই তপোতী
    তার তরে এই গান।।

    Post a Comment

    Previous Next

    نموذج الاتصال