No results found

    Anmone jol nite vashilo-আন্‌মনে জল নিতে ভাসিল



    আন্‌মনে জল নিতে ভাসিল গাগরী

    সাঁতার জানি না, আনি কলস কেমন করি।

    জানি না বলিব কি, শুধাবে যবে ননদী

    কাহার কথা ভাবে পোড়া মন নিরবধি

    গাগরী না ভাসিয়া ভাসিতাম আমি যদি-

    কি বলিব কেন মোর ভিজিল গো ঘাগরী

    একেলা কুলবধূ, পথ বিজন, নদীর বাঁকে

    ডাকিল বৌ-কথা-কও কেন হলুদ চাঁপার শাখে

    বিদেশে শ্যাম আমার, পড়ল মনে সেই ডাকে

    ঠাঁই দে যমুনে বুকে, আমিও ডুবিয়া মরি।।

    Post a Comment

    Previous Next

    نموذج الاتصال