No results found

    Amar gohiin joler nodi-আমার গহীন জলের নদী



    আমার গহীন জলের নদী

    আমি তোমার জলে রইলাম ভেসে জনম অবধি।

    তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর

    চরে এসে বসলাম রে ভাই

    ভাসালে সে চর

    এখন সব হারিয়ে তোমার জলে রে

    আমি ভাসি নিরবধি।

    ঘর ভাঙ্গিলে ঘর পাব ভাই,

    ভাঙ্গলে কেন মন?

    হারালে আর পাওয়া না যায় মনের মতন।

    জোয়ারে মন ফেরে না আর

    (ও সে) ভাটিতে হারায় যদি।।

    Post a Comment

    Previous Next

    نموذج الاتصال